বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
রাঙ্গাবালীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালীতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদের হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে মোট ৩০টি স্টল প্রদর্শিত হয়। এতে দেশীয় জাতের সংরক্ষণ, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, কবুতর, হাস-মুরগি, বিভিন্ন প্রজাতির পাখি, গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ নানা পশুপাখি ও উদ্ভাবনী প্রযুক্তি স্থান পায়। খামারিদের আধুনিক উপায়ে উৎপাদন বৃদ্ধি ও প্রাণিসম্পদ উন্নয়নে উদ্বুদ্ধ করাই ছিল প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
৪টি ক্যাটাগরি এবং একটি বিশেষ ক্যাটাগরিতে মোট ১৩টি পুরস্কার প্রদান করা হয়। স্থানীয় খামারিরা এতে অংশ নিয়ে নিজেদের উন্নত জাতের প্রাণী ও প্রযুক্তি প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহা. সাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কবীর হুসাইন ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারই ভবিষ্যৎ প্রাণিসম্পদ উন্নয়নের কার্যকর উপায়।
বাংলাদেশ সময়: ১৭:১৪:৪৯ ● ৩৮ বার পঠিত
