বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫

নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫


নেছারাবাদে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫।

বুধবার (২৬ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বরূপকাঠি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট স্কুলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদ হাসান শিবল, কৃষি ব্যাংক স্বরূপকাঠি শাখার কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এবং অনুষ্ঠানে উপস্থিত খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ শিফাতউল্লাহ, মোঃ ইউসুফ শেখ ও মোঃ সেলিম হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসের (এল এস পি) রীমা চক্রবর্তী।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারিদের অংশগ্রহণে মোট ৩০টি স্টল স্থান পায়।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৩:০০ ● ৪৯ বার পঠিত