মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫

নেছারাবাদে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫


নেছারাবাদে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর আওতায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষকদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার বিআরডিবি হলরুমে শুরু হওয়া প্রশিক্ষণ আগামীকাল বুধবার শেষ হবে।

কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত ওই প্রশিক্ষণে স্থানীয় কৃষকদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। অংশগ্রহণকারীদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিকর ও উচ্চফলনশীল ফসল উৎপাদন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব কৃষি চর্চা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মসূচির প্রথম দিনের প্রশিক্ষণে দিকনির্দেশনামূলক বক্তব্য ও সেশন পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মুজিবুর রহমান, এবং উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাইনুল ইসলাম।

প্রশিক্ষণে বক্তারা জানান, মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান শর্ত। নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪০ ● ৯৫ বার পঠিত