মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় জমে উঠেছে পুরাতন শীতবস্ত্রের বাজার

হোম পেজ » ফিচার » কলাপাড়ায় জমে উঠেছে পুরাতন শীতবস্ত্রের বাজার
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় জমে উঠেছে পুরাতন শীতবস্ত্রের বাজার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শীত নিবারণের আশায় গরম কাপড়ের দোকানে ছুটছেন সব শ্রেণির মানুষ। ফলে পৌর শহরের মিনি সুপার মার্কেটে গরম কাপড়ের ব্যবসা জমে উঠেছে। নিম্ন আয়ের ও শ্রমজীবীরা ভীর করছেন পুরাতন শীতবস্ত্রের বাজারে।

আজ মঙ্গলবার বাজারের দিন এখান থেকে তারা পছন্দমত কম দামে গরম কাপড় কিনছেন। শিশু থেকে সব বয়সী মানুষের জন্য ৫০ টাকা থেকে দেড়শ’ দুইশ’ এবং কোন কোন ক্ষেত্রে  সাড়ে ৩শ’ টাকার মধ্যে ভালো মানের সোয়েটার পাওয়া যাচ্ছে। কোর্ট ৩শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা আব্দুর রহিম সাগরকন্যাকে বলেন, আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ, এই মার্কেটে কম দামের মধ্যে বাচ্চা ও বড়দের শীতের পোশাক কিনতে এসেছি। এবছর শীতের শুরুতেই তীব্রতা টের পাওয়া যাচ্ছে।

বিক্রেতা মো. কালাম বলেন, গতবছর শীত কম পড়ায় আমরা এই মার্কেটের পুরাতন শীতের পোশাক তেমন বিক্রি করতে পারিনি। এবছর আজ থেকে বিক্রি শুরু হয়েছে। দেখি, সামনের দিনগুলোতে কেমন হয়।

বাংলাদেশ সময়: ১৪:৩১:২৭ ● ৮৪ বার পঠিত