রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ট্রাভেলস বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা
হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ট্রাভেলস বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ শহরে আজ রবিবার ভোরে গ্রামীণ ট্রাভেলসের একটি বাস দুর্ঘটনায় পড়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আরামবাগ স্বপ্নপুরী হোটেল ও শামীম হার্ডওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে সরাসরি ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে পাঠান।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার তদন্ত করছে পুলিশ। বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে, তা নিশ্চিত করতে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর কিছুক্ষণ রাস্তায় যান চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১০:৪৯:৩৫ ● ২২ বার পঠিত
