শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
গৌরনদীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের গাফিলতি
হোম পেজ » লিড নিউজ » গৌরনদীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের গাফিলতি
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদীর বাটাজোরে মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতি মারা গেছেন। রোগীর শ্বাসকষ্ট শুরু হলেও ক্লিনিকে অক্সিজেন সরবরাহ না থাকাকে পরিবার দায়ি করেছেন। এদিকে রোগির মৃত্যুর পরপরই ক্লিনিকের ডাক্তার ও কর্মচারীরা সটকে পড়েছে।
জানা গেছে, জেলার উজিরপুরের ভরষাকাঠি নিবাসী ২২ বছর বয়সী প্রসূতি সাথীকে আজ শনিবার সকাল ৯টার দিকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল ৪টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর ৩০ মিনিট পরে ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশন সফল হওয়ার খবর দেয়। কিন্তু বিকেল পৌনে ৫টার দিকে রোগীর শ্বাসকষ্ট শুরু হলে সাথী নিজেই অক্সিজেন দেওয়ার অনুরোধ জানান। কিন্তু ক্লিনিকে অক্সিজেন না থাকায় তারা কোন ব্যবস্থা নিতে পারেননি। এ অবস্থায় ক্রমে রোগির অবস্থার অবনতি ঘটতে থাকলে ডাক্তার ও ক্লিনিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ক্লিনিক থেকে সটকে পড়েন। এ রিপোর্ট লেখার সময় ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যাওয়ায় তাদের মন্তব্য পাওয়া যায়নি। হতভাগ্য সাথী’র স্বামী ইমন অভিযোগ করে বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২:৫৭:০৩ ● ১০২ বার পঠিত
