সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
কারাগারে আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
হোম পেজ » লিড নিউজ » কারাগারে আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী কারাগারে অসুস্থ হয়ে বড় বিঘাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাফর হাওরাদার (৫৫) মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও হাসপাতালের সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ১টা ৪০ মিনিটে সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ইসিজি পরীক্ষা করার সময় তিনি জীবিত ছিলেন, কিন্তু কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, হঠাৎ মৃত্যুর খবর পেয়ে তারা চিন্তিত। নিহতের ভাগ্নি রুমা সাগরকন্যাকে বলেন, আমার মামা সুস্থ মানুষ ছিলেন। তিনি অসুস্থ হয়েছেন- এটা আমরা জানতাম না। মৃত্যুর পর বিষয়টি জানতে পারছি।
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। মরদেহ মর্গে রাখা আছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।
হাসপাতালের সূত্র আরও জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:৪৭:০০ ● ৩৩ বার পঠিত
