শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫
বরিশালে চাকরি ফেরতের দাবিতে মহাসড়ক অবরোধ
হোম পেজ » লিড নিউজ » বরিশালে চাকরি ফেরতের দাবিতে মহাসড়ক অবরোধ

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
চাকরি ফেরতের দাবিতে আন্দোলনের ১৫তম দিনে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন অপসো স্যালাইন লিমিটেডের চাকরি হারানো শ্রমিকরা। শনিবার দুপুর ১২টা থেকে তারা নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় অবস্থান নিলে মহাসড়কে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি বাড়ে।
সংগ্রাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন কারখানার শ্রমিক সংগঠনও তাদের সঙ্গে সংহতি জানিয়ে অবরোধে যোগ দেয়। শ্রমিকেরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পদ্মা ব্লোয়িং শ্রমিক ইউনিয়নের সভাপতি জসীম গাজী বলেন, জনতার ভোগান্তি আমরা বুঝি। কিন্তু মালিকপক্ষ বাধ্য করেছে এমন কর্মসূচি দিতে। আজকের অবরোধ প্রতীকী। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ট্রেড ইউনিয়নের নেতা রাকিব মিয়া ও সংগ্রাম কমিটির উপদেষ্টা ইমাম হোসেন খোকন একই অবস্থান জানান।
এদিকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বিসিকের কারখানা পরিদর্শনে বরিশালে আসেন। শ্রমিক ছাঁটাই ও আন্দোলনের বিষয়ে তিনি বলেন, এটি শ্রম মন্ত্রণালয়ের বিষয়। আইনগত প্রক্রিয়ার বাইরে কোনো সিদ্ধান্ত সম্ভব নয়।
অবরোধে আটকে পড়া দূরপাল্লার বাসযাত্রীরা জানান, দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কারও জরুরি চিকিৎসা প্রয়োজন, কেউ বিদেশগামী ফ্লাইটের চিন্তায় উদ্বিগ্ন।
আজকের কর্মসূচিতে রেফকো, মেডিমেট, গ্লোবাল, অ্যাংকর সিমেন্ট, সোনারগা, রূপাতলী এবং কাউনিয়া টেক্সটাইলস মিলের শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরাও অংশ নেন। সংগ্রাম কমিটি জানায়, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:০৬:১২ ● ২২ বার পঠিত
