বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫

আমতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

হোম পেজ » লিড নিউজ » আমতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫


চাল না পেয়ে ফিরে যাচ্ছেন উপকারভোগীরা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

আমতলীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। উপকারভোগীরা জানান, ডিলার লিটন হাওলাদার ৩০ কেজি চালের টাকা নিয়ে দিয়েছেন ২৫ থেকে ২৭ কেজি পর্যন্ত। যারা এ নিয়ে প্রতিবাদ করেছেন, তাদের চাল দেওয়া হয়নি এবং তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিসবাজার এলাকায়।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আমতলী উপজেলায় ১৩ হাজার ১৫৮ পরিবারকে সরকার নির্ধারিত ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার ওই ইউনিয়নের ডিলার লিটন হাওলাদার নভেম্বর মাসের চাল বিতরণ করেন। কিন্তু অভিযোগ রয়েছে, তিনি চাল কম দিয়েছেন এবং কিছু কার্ডধারীকে চাল না দিয়ে ফিরিয়ে দিয়েছেন।

কাঠালিয়া গ্রামের উপকারভোগী শানু তালুকদার বলেন, ডিলার লিটন ৩০ কেজি চালের দাম ৪৫০ টাকা নিয়েছেন, কিন্তু দিয়েছেন ২৬ কেজি। প্রতিবাদ করলে হুমকি দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মোতালেব গাজী জানান, চাল কম দেয়ার কথা সাংবাদিককে বলায় তাকে চাল দেওয়া হয়নি, বরং হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ডিলার গোপনে চাল মেপে কম দিচ্ছেন এবং বিতরণের স্থানে কাউকে ঢুকতে দিচ্ছেন না। তদারকি কর্মকর্তাকেও সেখানে পাওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার করে ডিলার লিটন হাওলাদার সাগরকন্যাকে বলেন, সঠিকভাবেই চাল বিতরণ করছি। তবে কেন এত অভিযোগ- এই প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি।

তদারকি কর্মকর্তা প্রধান শিক্ষক মো. সায়েদ গাজী জানান, তিনি বরিশালে থাকায় তার প্রতিনিধি যতক্ষণ ছিলেন, কোনো অনিয়ম হয়নি। পরে কী হয়েছে, তা তিনি জানেন না।

আমতলী উপজেলা খাদ্য কর্মকর্তা শারমিন জাহান জানান, ওজনে কম দেয়ার অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:২১:১৯ ● ১০৫ বার পঠিত