বুধবার ● ১২ নভেম্বর ২০২৫

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৭ ফার্মেসিকে জরিমানা

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৭ ফার্মেসিকে জরিমানা
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫


 

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৭ ফার্মেসিকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে অসীম দাসকে ৭ হাজার, নুরুল হুদা (নুপুর)কে ৫ হাজার, তাপস চন্দ্র দাসকে ৩ হাজার, রাম রায়কে ৩ হাজার, মাসুদ রানাকে ৪ হাজার, আ. মান্নান সরদারকে ১ হাজার এবং নজরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন বরিশাল জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মো. সোহেল আমিন এবং এসআই মো. আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:০৯:০৫ ● ৩৬ বার পঠিত