রবিবার ● ৯ নভেম্বর ২০২৫

পটুয়াখালীতে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রবিবার ● ৯ নভেম্বর ২০২৫


 

পটুয়াখালীতে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালী শেষে পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খাঁন। বিশেষ অতিথি ছিলেন স্নেহাংশু সরকার কুট্টি, মোঃ কামাল হোসেন, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান রেজা, অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ১৯৭০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠিত আইডিইবি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিপ্লোমা প্রকৌশলীরা প্রযুক্তি, শিক্ষা, কৃষি, নদী রক্ষা ও টেকসই অবকাঠামো নির্মাণে অবদান রাখছে। বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহবান জানান।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৯ ● ৮১ বার পঠিত