রবিবার ● ৯ নভেম্বর ২০২৫
জমির বিরোধে থানায় অভিযোগ গৌরনদীতে বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া!
হোম পেজ » বরিশাল » জমির বিরোধে থানায় অভিযোগ গৌরনদীতে বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া!
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বিশ্ব মন্ডল। রবিবার সকাল ১১টার দিকে তিনি গৌরনদী মডেল থানায় এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ চাঁদশী গ্রামের শম্ভুনাথ মন্ডলের ছেলে বিশ্ব মন্ডল (২৮) দীর্ঘদিন ধরে স্থানীয় নিলার মন্ডলসহ কয়েকজনের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িত। সম্প্রতি প্রতিপক্ষরা জোরপূর্বক তার জমি দখলের চেষ্টা করে এবং বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেয়।
গত বৃহস্পতিবার থেকে তার বাড়িতে ঢোকার প্রবেশপথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। বিশ্ব মন্ডল অভিযোগে আরও উল্লেখ করেন, প্রতিপক্ষরা তার পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। এমনকি তাকে এলাকা থেকে উচ্ছেদেরও চেষ্টা চলছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:০৯:২৮ ● ৯৩ বার পঠিত
