বৃহস্পতিবার ● ৬ নভেম্বর ২০২৫
আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান…এবিএম মোশাররফ
হোম পেজ » পটুয়াখালী » আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান…এবিএম মোশাররফ
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এবং তার বয়স ৮০। তিনি এমপি হবেন এবং তার নেতৃত্বে দলের সকল কাজ চলবে।
বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার পাখিমারা এক সভায় তিনি এসব কথা বলেন। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নের মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের একটা সিটও পাখা মার্কা পাবে কিনা সন্দেহ আছে। যদি তারা কোন আসন না পায়, তাহলে মানুষের উন্নয়ন ও সেবা করতে পারবে কিভাবে? তারা মানুষকে বিভ্রান্ত করছে, বলে বেড়ায় দাঁড়িপাল্লা ও পাখা মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়। এ সব স্রেফ মিথ্যা।
তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা পরিবারের মুরুব্বির নামে থাকবে। এতে মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়বে।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জাম খোকন, সাংগঠনিক সম্পাদক নাসির খন্দকার, কামরুজ্জামান কাজল তালুকদার, সেলিম সিকদার এবং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, কলাপাড়া পৌর মহিলা বিএনপির সভানেত্রী ফারজানা শাম্মি ফ্লোরাসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ১৮:৫২:১৮ ● ৮৮ বার পঠিত
