বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
মনোনয়ন পেয়ে ভান্ডারিয়ায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সুমন মঞ্জুর
হোম পেজ » পিরোজপুর » মনোনয়ন পেয়ে ভান্ডারিয়ায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সুমন মঞ্জুর

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
মনোনয়ন পাওয়ার পর বুধবার (৫ নভেম্বর) বিকেলে তিনি ভান্ডারিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, পিরোজপুর-২ আসনে (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পিরোজপুর-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৮:০৬:৪০ ● ৩২ বার পঠিত
