রবিবার ● ২ নভেম্বর ২০২৫
সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্ব দরকার-মাসুদ সাঈদী
হোম পেজ » পিরোজপুর » সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্ব দরকার-মাসুদ সাঈদী
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
রবিবার (২ নভেম্বর) সকালে নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর গত চুয়ান্ন বছরে শাসনের নামে অপশাসন, উন্নয়নের নামে দুর্নীতি এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। সুশাসন কোনো বিলাসিতা নয়, এটি জাতির অগ্রগতির মূলভিত্তি। কিন্তু স্বাধীনতার পরও আমরা প্রকৃত অর্থে সুশাসনের স্বাদ পাইনি।
মাসুদ সাঈদী বলেন, পরিবর্তন আনতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে-যারা ক্ষমতার লোভে নয়, বরং জনগণের সেবায় নিবেদিত থাকবে। সুশাসনের মূলভিত্তি হলো ন্যায়, জবাবদিহিতা ও সততা।
আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এবারের নির্বাচন হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মালিখালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত সেক্রেটারি মো. জহিরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এএএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৯:১৯:২৮ ● ৮৬ বার পঠিত
