বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
দশমিনায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেন (৪২) ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. হাসান বয়াতী (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার বেল্লাল হোসেন আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত হাতেম চৌকিদারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরজন হাসান বয়াতী একই গ্রামের মকবুল বয়াতীর ছেলে ও আলীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়নে বিএনপির কাউন্সিল চলাকালে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিএনপি নেতা মো. সবুজ ঢালী বাদী হয়ে সাবেক এমপি ও অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলার এজাহারভুক্ত সন্দিগ্ধ আসামি হিসেবে বেল্লাল ও হাসানকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। তিনি বলেন, অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ১৩:২০:৫৩ ● ১১৯ বার পঠিত
