মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫

নেছারাবাদে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


নেছারাবাদে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালেই স্বরূপকাঠি পৌর চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালিতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল হাসান, যুবনেতা মোঃ মারুফ তালুকদার, মোঃ আব্দুর রহিম, মোঃ আসলাম ডাকুয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ-আল জুবায়ের, মোঃ বদরুল আহসান, মোঃ হাসিবুর রহমান শোহান, মোঃ রাকিবুল ইসলাম রানা ও মোঃ আতিক হাসান।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। তৃণমূল যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো হয়। আগামী সংসদ নির্বাচনে নেছারাবাদের যুবদলের নেতাকর্মীরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৬ ● ১৪৮ বার পঠিত