মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫

কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাত এখন মৃত্যুফাঁদ!

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাত এখন মৃত্যুফাঁদ!
মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাত ভেঙে পরিণত হয়েছে মৃত্যুফাঁদে।

এ.এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক সেতুর ফুটপাত ভেঙে পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। এক বছর ধরে সেতুটির অন্তত ২০টি স্লিপার ভেঙে পড়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা গেছে, কলাপাড়া-কুয়াকাটা ২২ কিলোমিটার সড়কের তিনটি সেতুর একটি হলো আন্ধারমানিক সেতু। ২০১১ সালের ১২ জুন নির্মাণকাজ শুরু হয় এবং ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। ৮৯২ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রশস্ত এই সেতুটির নির্মাণে ব্যয় হয় ৬৫ কোটি ১ লাখ ৮২ হাজার ৫৪৬ টাকা।

সেতুটির এক প্রান্তে কলাপাড়া পৌরসভা এবং অপর প্রান্তে নীলগঞ্জ ইউনিয়ন। দুই পাড়ের মানুষ আগে খেয়া পারাপারের পাশাপাশি ফুটপাত দিয়েও চলাচল করতেন। বিশেষ করে রাতে খেয়া বন্ধ থাকলে ফুটপাতই ছিল একমাত্র ভরসা। ঈদসহ বিভিন্ন উৎসবে মানুষ সেতুর ফুটপাতে দাঁড়িয়ে নদীর দুই তীরের সৌন্দর্য উপভোগ করতেন।

এখন ফুটপাতের স্লিপারগুলো ভেঙে পড়ায় তা ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটছেন। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক কমরেড নাসির তালুকদার বলেন, আন্ধারমানিক সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন ধরে ফুটপাত ফেলে রাখা সম্পূর্ণ দায়িত্বহীনতা।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা বলেন, সেতুর ফুটপাত এক বছর ধরেই বেহাল অবস্থায় আছে। অনেক আগেই এটি সংস্কার করা উচিত ছিল।

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আখতার বলেন, যত দ্রুত সম্ভব সেতুর ফুটপাত সংস্কার করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:২৫ ● ৮৮ বার পঠিত