সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫

ইসকন নিষিদ্ধে পবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

হোম পেজ » পটুয়াখালী » ইসকন নিষিদ্ধে পবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫


ইসকন নিষিদ্ধে পবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইসকন নিষিদ্ধকরণের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ১০টায় বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাস চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্ত বাংলা পাদদেশে এসে মিছিলটি শেষ করে।বিক্ষোভকারী শিক্ষার্থী’রা বলেন, সারাদেশে ইসকন কর্তৃক সংঘটিত ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং সংগঠনটি নিষিদ্ধ করতে হবে। তারা শ্লোগান দেন-ধর্ষণ-সন্ত্রাসে ইসকনের জড়িতরা শাস্তি পাক, ইসকন নিষিদ্ধ হোক। পবিপ্রবিয়ান ফিসারিজ অনুষদের শিক্ষার্থী মো: হাবিবুর রহমান লাজুক বলেন, সারাদেশে ইসকনের ক্রমবর্ধমান আগ্রাসনে আমরা উদ্বিগ্ন। গাজীপুরে শিশু ধর্ষণ, টঙ্গীতে ঈমাম অপহরণ, বুয়েটের শ্রীশান্ত কর্তৃক ধর্ষণ ও নারীদের নিয়ে কটূক্তিসহ নানা অপরাধে ইসকনের সংশ্লিষ্টতা প্রকাশ পাচ্ছে। তারা ফেইক আইডি ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা পবিপ্রবি ও দুমকিতে এ উগ্র সংগঠন চাই না। অন্তবর্তীকালীন সরকারপ্রধান প্রফেসর ড. মুহম্মদ ইউনুসের কাছে দাবি জানাই-ইসকনকে দ্রুত নিষিদ্ধ করে দেশে শান্তি বজায় রাখা হোক। তিনি আরও বলেন, সম্প্রতি ইসকনের কিছু সদস্যের অপতৎপরতায় দেশে অশান্তি সৃষ্টি হয়েছে ধর্ষণ, অপহরণ, ধর্মীয় অবমাননাসহ নানা অপরাধে জড়িত হয়ে তারা সমাজে বিভেদ ছড়াচ্ছে। আমরা মনে করি, ইসকন একটি উগ্র ও ধর্মবিদ্বেষী সংগঠন।পবিপ্রবি ও দুমকিসহ সারাদেশে এই সংগঠনের কার্যক্রম বন্ধ করে শান্তি ও সম্প্রীতি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্র্বতীকালীন সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের কাছে জোর দাবি জানাচ্ছি।

এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪৭ ● ৩৭ বার পঠিত