রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা

হোম পেজ » বরিশাল » যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫


গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী পৌর শহরের চড়ুইভাতি রেস্টুরেন্টে এ সভা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হাওলাদার।

সভায় আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) বরিশাল জেলা পর্যায়ে অনুষ্ঠেয় কেন্দ্র ঘোষিত কর্মসূচি ও পরবর্তী উপজেলা পর্যায়ের আয়োজন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা (উত্তর) যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. এ. গফুর। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য মো. মাসুম হাওলাদার। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মানিক মৃধা, গৌরনদী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সরোয়ার মোল্লা, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুর আলম হাওলাদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, নলচিড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসীম উদ্দিন হাওলাদার, মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন সিকদারসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২:৫০:৪৮ ● ৯৬ বার পঠিত