শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫

আলোচনা-সমালোচনা কলাপাড়ায় গাছ-খুঁটি রেখেই ওয়াকওয়ে নির্মাণ

হোম পেজ » পটুয়াখালী » আলোচনা-সমালোচনা কলাপাড়ায় গাছ-খুঁটি রেখেই ওয়াকওয়ে নির্মাণ
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


 

কলাপাড়ায় গাছ-খুঁটি রেখেই ওয়াকওয়ে নির্মাণ

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)

বিতর্ক থামছে না কলাপাড়ার ওয়াকওয়ে নির্মাণ নিয়ে। বিশাল আকারের ১৩টি গাছ ও ১২টি বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পৌরসভার ওয়াকওয়ে নির্মাণকাজ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে চায়ের টেবিল- সব জায়গায় চলছে সমালোচনা।

দুই কোটি ছয় লাখ টাকা ব্যয়ে প্রধান সড়কের দু’পাশে ফুটপাত নির্মাণ করছে পৌরসভা। কিন্তু গুরুত্বপূর্ণ সড়কগুলো এখনো খানাখন্দে ভরা। তবুও নাগরিক দুর্ভোগ উপেক্ষা করে চলছে এ প্রকল্প। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এক নেতাকে সন্তুষ্ট রাখতেই চলছে এ ‘উপহারের কাজ’। অনেকে মনে করেন, প্রকল্পের অর্ধেকেরও বেশি টাকার লাভ যাবে ওই নেতার পকেটে।

সূত্র জানায়, ওই প্রভাবশালী নেতার হস্তক্ষেপে পৌরসভার বিভিন্ন আয়মুখী খাত খাস কালেকশনে চলে যাওয়ায় রাজস্ব কমে গেছে প্রায় কোটি টাকা। তবুও চলছে নানা উন্নয়ন কাজ, অনেক ক্ষেত্রেই পরিকল্পনাহীনভাবে। কিছু ড্রেন ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কিছু কাজও শেষ হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে কাগজে-কলমে সবকিছুই ‘স্বচ্ছভাবে’ ফাইলআপ করা হয়েছে।

ওয়াকওয়ে নির্মাণ নিয়ে স্থাপত্য প্রকৌশলী ইয়াকুব খান বলেন, বিশাল গাছ ও খুঁটি রেখে ফুটপাত বানানো হলে মানুষ সেখানে চলাচলই করতে পারবে না। গাছের শিকড় দেয়াল ফাটাবে, ঝড়ে গাছ নড়লে ফুটপাতও ক্ষতিগ্রস্ত হবে। জনগণের ট্যাক্সের টাকায় এমন অপরিকল্পিত কাজ কাম্য নয়। তিনি জবাবদিহি ও সুদূরপ্রসারী পরিকল্পনার দাবি জানান।

পৌরসভার সূত্রে জানা যায়, ফেরীঘাট থেকে বড় জামে মসজিদ পর্যন্ত সড়কের দু’পাশে ৭৫০ মিটার দৈর্ঘ্য ও ৪ মিটার প্রস্থের ওয়াকওয়ে নির্মাণে দুই কোটি ছয় লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার প্রতিষ্ঠান নাজমুস সাদাত ট্রেডার্স শতকরা ১০ ভাগ কম দর দিয়ে ১ কোটি ৮৬ লাখ টাকায় কাজটি নেয়। ৯ জুন ২০২৫ থেকে কাজ শুরু হয়ে ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা।

ফুটপাতের ভেতরে ১৩টি গাছ ও ১২টি বিদ্যুতের খুঁটি থাকলেও কাটা বা সরানোর উদ্যোগ এখনো চূড়ান্ত হয়নি। পল্লী বিদ্যুৎ খুঁটি সরাতে ১২ লাখ টাকা দাবি করেছে। গাছ অপসারণে বন বিভাগের অনুমোদন ও পরিবেশবাদী সংগঠনের আপত্তি তো রয়েছেই।

কলাপাড়ায় গাছ-খুঁটি রেখেই ওয়াকওয়ে নির্মাণ

কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, খুঁটি সরানো নিয়ে পল্লী বিদ্যুতের সঙ্গে যোগাযোগ চলছে। গাছ কাটার অনুমতি জটিলতার মধ্যেই কাজ এগোচ্ছে। নাগরিকদের সঙ্গে সভা করে গাছ ও খুঁটি রেখে কাজের বিষয়ে সম্মতি নেয়া হয়েছে। বর্ষায় ক্ষতি ঠেকাতে ড্রেনের পাশে প্লাস্টিক ঢাল বসানো হয়েছে। নাগরিক প্রতিক্রিয়া বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫২ ● ৪৩ বার পঠিত