বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫

বাবুগঞ্জে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


বাবুগঞ্জে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, কাওসার হোসেন কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত হবেন না-সে বিষয়ে আগামী ১ নভেম্বরের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে তাকে ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নোটিশে সুনির্দিষ্ট কোনো অভিযোগের উল্লেখ না থাকলেও স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার হোসেনের বিরুদ্ধে সরকারি ভিজিডি-ভিজিএফ কার্ড পাইয়ে দেওয়ার নাম করে অর্থ গ্রহণ, নারী কেলেঙ্কারি এবং বিগত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ আগে থেকেই প্রচলিত ছিল।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৭:১২ ● ৯৬ বার পঠিত