বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫

কাউখালীতে শ্রী গুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব উপলক্ষে মতবিনিময় সভা

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে শ্রী গুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব উপলক্ষে মতবিনিময় সভা
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


কাউখালীতে শ্রী গুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব উপলক্ষে মতবিনিময় সভা, ইনসেটে পিরোজপুরের পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিবৃন্দ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

শ্রী গুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী বাৎসরিক উৎসব শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর।

উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আশ্রম প্রাঙ্গণে।

সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। সভাপতিত্ব করেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিয়া মেহেবুবা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি মো. সোলায়মান, অধ্যক্ষ পরিমল কর্মকার, কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক ভজন দাস এবং সহ-সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা।

বক্তারা বলেন, শ্রী গুরু সঙ্ঘের উৎসব সনাতনী ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। এ উৎসব যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় আশ্রম এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নিয়মিত টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়।

জানা গেছে, ৫ দিনব্যাপী এই উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এতে সারা দেশ থেকে প্রায় লক্ষাধিক ভক্ত-পুণ্যার্থী অংশ নেবেন। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৩ ● ১২১ বার পঠিত