
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫
গৌরনদীতে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীকে বই উপহার
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীকে বই উপহারসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
মাহিলাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী জুবাইয়া জাহানকে বই উপহার দিয়ে সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পৃষ্ঠপোষকতায় ও কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক কে.এম. শরিফুল কামাল, গভর্নিং বডির সভাপতি লুৎফর রহমান, সদস্য জাফর ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাইজিদ হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লা, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার শিকদার, প্রচার সম্পাদক রনি মোল্লা, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক পারভেজ আকন, জেলা ছাত্রদলের সদস্য সজিব হাওলাদার ও ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় শিকদার।
বক্তারা বলেন, মেধাবীদের পাশে থাকা ও তাদের উৎসাহিত করাই ছাত্রদলের দায়িত্ব। শিক্ষার উন্নয়নে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জুবাইয়া জাহান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও ভালো ফলাফলের জন্য দোয়া কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৭:২৭:২৭ ● ৯৪ বার পঠিত