সোমবার ● ২০ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় নিষেধাজ্ঞা ভঙ্গ করে বরফকল চালু, দুই মালিককে অর্থদণ্ড
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় নিষেধাজ্ঞা ভঙ্গ করে বরফকল চালু, দুই মালিককে অর্থদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়ায় ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলাকালে লাইসেন্স ছাড়া বরফকল চালু রাখায় দুই মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে পেনাল কোড, ১৮৬০-এর ১৮৮ ধারায় নিষেধাজ্ঞা অমান্যের অপরাধে প্রতিটি বরফকলের মালিককে এক হাজার টাকা অর্থদণ্ড এবং মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে যথাক্রমে ৭ দিন ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকালে সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫:০৬:২৩ ● ১৬২ বার পঠিত
