রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রস্তুতির আহ্বান বাকেরগঞ্জ বিএনপির

হোম পেজ » বরিশাল » তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রস্তুতির আহ্বান বাকেরগঞ্জ বিএনপির
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫


তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রস্তুতির আহ্বান বাকেরগঞ্জ বিএনপির

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত করাই এখন প্রধান দায়িত্ব ও অঙ্গীকার।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণের আগে পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন জোমাদ্দার বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নের শিকার বিএনপি ও সাধারণ মানুষ। হাজারো নেতাকর্মী গুম, খুন ও কারাবরণ করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খানের নেতৃত্বে বাকেরগঞ্জে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পর থেকে বারবার বলেছেন- আগামী নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় তিনি আরও বলেন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের রাজনৈতিক অভিভাবক জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে আছি, থাকবও।

বাংলাদেশ সময়: ২১:২৭:১৫ ● ৮৪ বার পঠিত