
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
কলাপাড়ায় ৭২ হাজার শিশুকে টাইফয়েড টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ৭২ হাজার শিশুকে টাইফয়েড টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৭২ হাজার ৪৩০ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উপজেলার ৩৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৮৮টি আউটরিচ টিকা কেন্দ্র ও ১টি স্থায়ী কেন্দ্রে এ টিকা কার্যক্রম চলবে।
ইতিমধ্যে অনলাইনে শিশুদের নিবন্ধন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় টিকা কার্যক্রম তদারকি করা হবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ইউনিসেফের সহায়তায় এ কার্যক্রমে ২০০ শিক্ষক, ২৩ স্বাস্থ্য সহকারী, ৮ ভ্যাকসিনেটর ও ৩৮ পরিবার পরিকল্পনা মাঠকর্মীসহ ১৪৪০ স্বেচ্ছাসেবক যুক্ত রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়া হবে। অনিবন্ধিত শিশুদের জন্ম নিবন্ধন সনদ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে বলা হয়েছে।
তিনি আরও জানান, এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং সব শিশুকে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে।
জিপি/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১১:৪০ ● ১৫৩ বার পঠিত