শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
বিএনপি ও জনগণের সঙ্গে সম্পর্কহীনদের মনোনয়ন নয়- আনিসুর রহমান খোকন
হোম পেজ » ঢাকা » বিএনপি ও জনগণের সঙ্গে সম্পর্কহীনদের মনোনয়ন নয়- আনিসুর রহমান খোকন
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
বিএনপি ও এলাকার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক নেই, তাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার দুপুরে কালকিনি ঈদগাহ মাঠে উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খোকন বলেন, যাদের জনগণের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মূল্যায়ন করেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা জয়ী হয়েছি, এবার ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুদ্ধে জয়লাভ করবো।
মাদারীপুর-৩ আসনের জনগণের ভালোবাসায় ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরজে/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৭ ● ১৪৩ বার পঠিত
