শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
অপকর্মের দায়ে জাতীয় পার্টি নেতার বিচারের দাবিতে মানববন্ধন
হোম পেজ » রাজশাহী » অপকর্মের দায়ে জাতীয় পার্টি নেতার বিচারের দাবিতে মানববন্ধন
সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় পার্টির সহ-প্রচার সম্পাদক রিপন আলীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার লহালামারী বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
বক্তারা অভিযোগ করে বলেন, রিপন আলী দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেয়ার নামে অসহায় মানুষদের কাছ থেকেও অর্থ আদায় করেছেন তিনি। এছাড়া নারীদের সঙ্গে প্রতারণাসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও তোলেন বক্তারা।
মানববন্ধনে লহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ইউপি সদস্য শামীম রেজা ও ভুক্তভোগী মমিন আলী, সাইরুল, আশরাফুলসহ অনেকে বক্তব্য দেন। তারা রিপন আলীর দ্রুত বিচারের দাবি জানান।
এই/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৪৫:৪৩ ● ১৪০ বার পঠিত
