
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
দশমিনায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনসাগরকন্যা প্রতিবেদক, দশমিনা(পটুয়াখালী)
“আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন-পটুয়াখালীর ব্র্যাক আঞ্চলিক কার্যলয় ডেপুটি ম্যানেজার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মো. শরিফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ ইব্রাহিম অরবিল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, দশমিনা থানা পুলিশের এসআই মো. সামচ্ছুদ্দিন, দশমিনা ব্র্যাক কার্যলয়ের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মো. আল ইমরান ও সিও মোসা. রোকসোনা বেগম সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রদানগন প্রমূখ।
এসবি/এমআর
বাংলাদেশ সময়: ০:১৪:৫২ ● ২৫ বার পঠিত