মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫

আগৈলঝাড়ায় বিএইচপি একাডেমির এসএসসি ২০০১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় বিএইচপি একাডেমির এসএসসি ২০০১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫


আগৈলঝাড়ায় বিএইচপি একাডেমির এসএসসি ২০০১ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)॥

বরিশালের আগৈলঝাড়ার ভেগাই হালদার পাবলিক (বিএইচপি) একাডেমিতে এসএসসি ২০০১ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে রঙিন পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ র‌্যালি, শিক্ষক সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, র‌্যাফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগিতা।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাতা ভেগাই হালদারের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, শিক্ষক সুখবিন্দু সরকার ও পুলিন চন্দ্র বাড়ইসহ প্রাক্তন শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, হাসি-আনন্দ ও স্মৃতিময় সময় কাটিয়ে ২৫ বছর পূর্তি উদযাপন শেষে আগামী বছর কুয়াকাটা সমুদ্র সৈকতে ২৬ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২২:১০ ● ১১২ বার পঠিত