মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
বাড়িভাড়া ৫’শ টাকা বৃদ্ধিতে চরফ্যাশনে ক্ষুব্ধ শিক্ষকদের মানববন্ধন
হোম পেজ » ভোলা » বাড়িভাড়া ৫’শ টাকা বৃদ্ধিতে চরফ্যাশনে ক্ষুব্ধ শিক্ষকদের মানববন্ধন
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে শিক্ষকরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি চরফ্যাশন সদর রোড হয়ে ফ্যাশন স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃন্দ।
এদের মধ্যে ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিমুল মাস্টার, আজহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দিন টিপু এবং কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক করির হোসেন ছিলেন।
বক্তারা বলেন, মাত্র ৫০০ টাকা বৃদ্ধি মানুষকে ভিক্ষা দেওয়ার সমান। সরকার ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির বদলে সামান্য টাকা দিয়ে শিক্ষকদের সঙ্গে তামাশা করেছে। তারা জানান, ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং জাতীয়করণের দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছিলেন। তখন শিক্ষা মন্ত্রণালয় দাবি পূরণের আশ্বাস দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করে মাত্র ৫০০ টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে।
বক্তারা অবিলম্বে ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি ও জাতীয়করণের দাবি জানান। অন্যথায় সারাদেশের শিক্ষক সমাজকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৫:১২:১৪ ● ২৩৪ বার পঠিত
