সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫

কুয়াকাটায় প্রতিবন্ধী কিশোরের জীবিকায় আগুন, ভেঙে পড়েছে মা-ছেলের সংসার

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় প্রতিবন্ধী কিশোরের জীবিকায় আগুন, ভেঙে পড়েছে মা-ছেলের সংসার
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫


কুয়াকাটায় প্রতিবন্ধী কিশোরের দোলনায় আগুন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটার গঙ্গামতি সৈকতে প্রতিবন্ধী কিশোর রাজুর (১৩) ছয়টি দোলনায় অগ্নিসংযোগ করেছে স্থানীয় এক ব্যক্তি। এতে পুড়ে গেছে তার একমাত্র জীবিকা, ভেঙে পড়েছে মা-ছেলের সংসার।

সাত বছর আগে ঝড়ে সাগরে হারিয়ে যায় রাজুর জেলে বাবা। মা খাবারের দোকানে কাজ করে সংসার চালান। সংসারে সাপোর্ট দিতে রাজু গাছের সঙ্গে পুরোনো জাল ও কাঠ বেঁধে ছয়টি দোলনা তৈরি করে সৈকতে বসাত। প্রতিদিন শিশুদের আনন্দ আর পর্যটকের ভিড়ে আয় হতো প্রায় ২০০ টাকা, যা দিয়ে চলত সংসার ও তার ওষুধের খরচ।

কিন্তু এক মাস আগে সৈকতে চেয়ার-ছাতার ব্যবসা শুরু করেন জাহিদ হাসান। তার হয়ে ব্যবসা চালাতেন আলিফ। প্রত্যাশা মতো আয় না হওয়ায় রবিবার দুপুরে আলিফ প্রতিবন্ধী রাজুর দোলনাগুলোতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। মুহূর্তেই সব ভস্মীভূত হয়।

পরদিন আজ সোমবার সকালে সৈকতে গিয়ে ছাই আর ভাঙা দড়ি দেখে কান্নায় ভেঙে পড়ে রাজু। এক পর্যটকের তোলা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সহানুভূতির ঝড় ওঠে। সেখানে রাজু কাঁদতে কাঁদতে বলে, তার স্বপ্ন পুড়ে গেছে, এখন সংসার চলবে কীভাবে।

ভ্রাম্যমাণ দোকানি আলমগীর হোসেন বলেন, বাবার নিখোঁজ হওয়ার পর থেকে রাজুই সংসারের ভরসা ছিল। দোলনার আয়ে মা-ছেলের জীবন চলত।

ব্যবসায়ী জাহিদ হাসান জানান, আগুন দেওয়ার ঘটনায় আলিফ দায়ী। তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং রাজুকে ম্যানেজারের দায়িত্বসহ ৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, দোলনায় অগ্নিসংযোগের ঘটনা সৈকতের ভাবমূর্তি নষ্ট করেছে। আজ পর্যটকরা ছাই দেখেছে, কাল তারা হয়তো আসবেই না।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। দায়ীদের দিয়ে নতুন দোলনা তৈরি করানো হয়েছে। গঙ্গামতিতে শিগগিরই একটি পুলিশ বক্স স্থাপন করা হবে নিরাপত্তা জোরদারে।

বাংলাদেশ সময়: ২১:১৮:০৩ ● ১২৭ বার পঠিত