রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫

আগৈলঝাড়ায় পূজা কমিটির সঙ্গে বিএনপি কেন্দ্রীয় নেতার মতবিনিময়

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় পূজা কমিটির সঙ্গে বিএনপি কেন্দ্রীয় নেতার মতবিনিময়
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় পূজা কমিটির সভাপতি-সম্পাদকদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

আগৈলঝাড়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা, নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান মতবিনিময় করেছেন।

রবিবার সকালে উপজেলা সদরের বিষ্ণু মন্দিরে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, জেলা উত্তর যুবদলের সদস্য রাশেদুল ইসলাম টিটন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ হালদার, বিএনপি নেতা বাপ্পি পান্ডে, কার্তিক বেপারী, শ্যামল ঘটক, অমিয় কর ও সাবেক শিক্ষক প্রফুল্ল হালদার।

কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান ঘোষণা দেন, ১শত ৫৯টি দূর্গাপূজার জন্য তিনি ২ লক্ষ টাকা অনুদান দেবেন। সভা শেষে তিনি আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২৩ ● ১৪৮ বার পঠিত