রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫

আমতলীতে ইউনিয়ন যুবদল নেতার শাস্তি দাবিতে মানববন্ধন

হোম পেজ » বরগুনা » আমতলীতে ইউনিয়ন যুবদল নেতার শাস্তি দাবিতে মানববন্ধন
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫


আমতলীতে হলদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের শাস্তি দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে হলদিয়া ইউনিয়ন যুবদল সদস্য-সচিব আরিফ গাজীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার দুপুরে দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন।

ভুক্তভোগীরা বলেন, দক্ষিণ তক্তাবুনিয়া মৌজা ১৩ ও ১৫ খতিয়ানের সাড়ে ৫ একর জমি তারা শতাব্দীর বেশি সময় ধরেই ভোগদখল করে আসছেন। ওই জমিতে সম্প্রতি আমন ধানের চারা রোপণ করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত বুধবার বিকেলে হলদিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব আরিফ গাজী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল মল্লিক ও জামাল গাজীর নেতৃত্বে শতাধিক কর্মী দেশীয় অস্ত্রসহ এলাকায় গিয়ে ট্রাক্টর-মেশিন চালিয়ে চারা নষ্ট করে জমি চাষাবাদ করেন। এতে ভুক্তভোগীদের দাবি অনুপাতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীরা আরও বলেন, অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে তারা এখনো আইনগতভাবে অভিযোগ দায়ের করেনি। রবিবার সময় সমাজসেবক মোশাররফ বিশ্বাসের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে নারীসহ দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে নয়ন হাওলাদার, মন্নাফ হাওলাদার, জহিরুল ইসলাম, আলমগীর হাওলাদার, হারুন, সোনিয়া, কদভানু বিবি, সুমনা আক্তার ও নুরুননাহার বেগম বক্তব্য রাখেন। তারা অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি করেন।

অভিযুক্ত আরিফ গাজী চারা রোপণকৃত জমি চাষাবাদের কথা স্বীকার করে বলেছেন জমিটি তার পৈতৃক সম্পত্তি। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে মানহানিকরভাবে আঘাত করতে মিথ্যা অভিযোগ করছে।

বরগুনা জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা বলেন বিষয়টি কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, তিনি বিষয়টি জানেন। কিন্তু এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১৯ ● ১৪২ বার পঠিত