শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ নারী আটক

হোম পেজ » খুলনা » বাগেরহাটে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ নারী আটক
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫


 

বাগেরহাটে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ নারী আটক

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে এক ভাতের হোটেল থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় ফরিদা বেগম (৫৫) নামে ওই হোটেলের মালিককে আটক করা হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর মডেল থানা পুলিশ নাগেরবাজার মাছ বাজারসংলগ্ন ফরিদা বেগমের হোটেলে অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদা বেগম নাগেরবাজার এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী। পুলিশ জানায়, ফরিদার দেখানো মতে ইয়াবাগুলো হোটেলের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহামুদ-উল হাসান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ইয়াবাসহ সব ধরনের মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটক ফরিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৫০ ● ২৬ বার পঠিত