
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
আগৈলঝাড়ায় র্যাবের সোর্স’ই মামলার আসামী: সংবাদ সম্মেলনে দাবি
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় র্যাবের সোর্স’ই মামলার আসামী: সংবাদ সম্মেলনে দাবি
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের সোর্স রাসেল মোল্লাকে মামলার আসামী করে হয়রানীর অভিযোগে তাঁর মা ফজিলা বেগম সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে র্যাবের সোর্স হিসেবে কাজ করেছেন।
ফজিলা বেগম লিখিত বক্তব্যে জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর রাতে র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাসেল মোল্লা স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের আটক করেন। এই ঘটনায় সুমন নামে একজন পালিয়ে যায়। পরে দুইজন ছিনতাইকারীসহ রাসেল মোল্লাকেও থানায় আনা হয়। ১৭ সেপ্টেম্বর তার ছেলেকে আসামী করে পুলিশ মামলা দায়ের করে। তিনি অভিযোগ করেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে এবং একটি ষড়যন্ত্রের অংশ।
মামলার বাদী বিপুল ঢালী জানিয়েছেন, রাসেলের সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে। তবে কেন রাসেলকে আসামী করা হয়েছে তা তিনি জানেন না। পুলিশ এ বিষয়ে মন্তব্য করতে পারবে।
রাসেল মোল্লা উপজেলা বাগধা ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাসেলের মেয়ে ফাতেমা আক্তার, বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কে এম শিপন, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৬:৩২:১৯ ● ২৭ বার পঠিত