
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
হোম পেজ » বরিশাল » পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি ও পবিপ্রবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে এ কার্যক্রম হয়।
আয়োজনে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। তারা নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। এ উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের কাছেও প্রশংসা কুড়িয়েছে।
এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসান সিয়াম বলেন, আমাদের ক্যাম্পাসে এমন আয়োজন এই প্রথম দেখলাম। বাঁধনের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন প্রয়োজনীয় উদ্যোগের জন্য। আশা করি ভবিষ্যতেও আরও সামাজিক কার্যক্রম হবে। একজন স্থানীয় বাসিন্দা জানান, শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমরা বাড়ির কাছেই বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পেয়েছি। এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
বাঁধন বরিশাল ক্যাম্পাসের কোষাধ্যক্ষ জাওয়াদুল ইসলাম জামিন বলেন, আজকের কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে। শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, শিক্ষার্থীদের হাতে-কলমে এ প্রক্রিয়া শেখানো হয়েছে। মানবতার কল্যাণে বাঁধন সবসময় নিবেদিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এই আয়োজন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। আয়োজকরা জানিয়েছেন, তারা নিয়মিতভাবে এ ধরনের মানবকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাবেন।
বাংলাদেশ সময়: ১২:২২:২০ ● ৮০ বার পঠিত