
বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
কাউখালীর কালীগঙ্গা নদী থেকে জেলের লাশ উদ্ধার
হোম পেজ » পিরোজপুর » কাউখালীর কালীগঙ্গা নদী থেকে জেলের লাশ উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীর কালীগঙ্গা নদী থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
কাউখালী নৌ পুলিশ উপজেলার সয়না গ্রামের চরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন।
নিহত জেলের নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাংগল গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, গত ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে নজরুল পাশ্ববর্তী সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। ছোট নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন।
পরে অন্য জেলেরা মানুষবিহীন নৌকা ভাসতে দেখে তার খোঁজ শুরু করেন। স্থানীয় জেলেরা সন্ধ্যা ও গাবখান নদীতে অভিযান চালালেও কোনো সন্ধান মেলেনি।
পরিবারের লোকেরা বুধবার বেলা ১১টার দিকে কাউখালীর কালীগঙ্গা নদীতে ভাসমান লাশ সনাক্ত করেন।
কাউখালী নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ এসআই নিয়াজ মোর্শেদ জানান, স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি।
বাংলাদেশ সময়: ১৮:০১:২৩ ● ৮৮ বার পঠিত