সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ফতেপুর গ্রামে আজ দুপুর আনুমানিক ১:৩০ টায় এক সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নাচোল থানার নয়াদিয়াড়ী গ্রামের মোঃ সাদেক আলীর ছেলে।

ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, আবুল কালাম পালসার মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। ফতেপুর গ্রামের জালাল উদ্দিনের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান। নাচোল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২৭ ● ৮৫ বার পঠিত