
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
গোবিপ্রবি’তে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ
হোম পেজ » ঢাকা » গোবিপ্রবি’তে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগসাগরকন্যা প্রতিনিধি, গোপালগঞ্জ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং পদোন্নতি-আপগ্রেডেশনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, নিয়োগ ও প্রমোশনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি ও শর্ত মানা হয়নি। কারো ক্ষেত্রে শর্ত শিথিলও করা হয়েছে।
২০১৮-১৯ অর্থবছরের অডিট রিপোর্টে উল্লেখ করা হয়, সাবেক উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের মেয়াদকালে এসব নিয়ম ভঙ্গ হয়েছে। ২০১১ সালের রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক নিয়োগে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক হলেও তা উপেক্ষা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, অসঙ্গত ডিগ্রিধারী ও প্রয়োজনীয় যোগ্যতা না থাকা ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কয়েকজনকে বিধি বহির্ভূতভাবে পদোন্নতি ও আপগ্রেডেশন দেওয়া হয়েছে। যেমন, কয়েকজন প্রভাষককে দ্রুত সহযোগী অধ্যাপক পদে উন্নীত করা হয়, আবার কারো ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াই নিয়োগ দেওয়া হয়।
এছাড়া, ২০২৪ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সাবেক ছাত্রলীগ নেতার আত্মীয়কে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আপত্তি তোলে এবং শিক্ষার্থীরা প্রতিবাদ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন বলেন, ইউজিসি ও অডিট রিপোর্টে যেসব পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, সেগুলোর জবাব ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২৪:০৪ ● ৯৫ বার পঠিত