রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে ৩ দিনের হরতাল কর্মসূচীতে পরিবর্তন

হোম পেজ » খুলনা » বাগেরহাটে ৩ দিনের হরতাল কর্মসূচীতে পরিবর্তন
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫


বাগেরহাটে ৩ দিনের হরতাল কর্মসূচীতে পরিবর্তন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ঘোষিত তিন দিনের হরতাল কর্মসূচীতে পরিবর্তন এনেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এ তথ্য জানান।

তিনি বলেন, জনভোগান্তির কথা বিবেচনা করে কর্মসূচীতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল এবং মঙ্গলবার ও বুধবার দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

তবে এ সময় দোকানপাট খোলা থাকবে এবং স্থানীয় ভ্যান, রিকশা ও ইজিবাইক চলাচলে কোন বাধা থাকবে না। পাশপাশি অ্যাম্বলেন্সসহ অন্যান্য জরুররি সেবাদানে কোন প্রতিবন্ধকতা তৈরী করা হবে না বলেও জানিয়েয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫২:৩১ ● ৯৫ বার পঠিত