
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি সভা
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি সভাসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নবনির্বাচিত আহবায়ক কমিটির সাথে উপজেলার ১৪টি দুর্গাপূজা মণ্ডপ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা মণ্ডপগুলোর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
শুক্রবার বিকেলে কলাপাড়া পৌর শহরের স্বর্ণকার পট্টিতে ডাচ বাংলা ব্যাংকের বিপরীতে হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন আহবায়ক বাবু শ্রী সজল সমাদ্দার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু শ্রী বিকাশ সাহা ও সদস্য সচিব বাবু শ্রী দেবাশীষ সিকদার (কালা)।
প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান শিকদার।
সভায় বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে। ওসি জুয়েল ইসলাম জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
উপজেলার ১৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৪৬:১০ ● ৮৮ বার পঠিত