
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীতে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মাণ!
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মাণ!সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌরসভার তিকাসার গ্রামে প্রবাসী কামাল সরদারের পক্ষ থেকে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তার ওপর পাকা দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই পরিবারগুলো এখন চলাচলে বাধাগ্রস্ত হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, পাইকবাড়ি এলাকায় দীর্ঘদিনের এই একমাত্র রাস্তা তারা নিজস্ব অর্থায়নে মেরামত করে চলাচল করে আসছিলেন। সম্প্রতি পৌরসভা রাস্তা সংস্কারের জন্য গেলে জমি মালিকানা দাবি করে প্রবাসী কামাল সরদারের পরিবার বাধা দেয়।
ওই এলাকার মিজানুর রহমান বলেন, থানার ওসির নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকাল থেকে কামাল সরদারের শ্রমিকরা দেয়াল নির্মাণ শুরু করেন। এসময় ভাড়াটিয়া লোকজন স্থানীয়দের ওপর হামলা ও মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, যেকোন মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও তার দাবি।
প্রবাসী কামাল সরদার বলেন, আমি আমার খরিদকৃত জমির ওপর দেয়াল নির্মাণ করেছি। ভাড়াটিয়া লোকজন দিয়ে হুমকির অভিযোগ সঠিক নয়।
গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, প্রবাসীর পরিবারকে রাস্তা বন্ধ না করার জন্য কয়েকদিন আগে বলা হয়েছিল। সর্বশেষ কি হয়েছে সে বিষয়টি আমার জানা নেই।
বাংলাদেশ সময়: ১৮:০৩:০৪ ● ৯৮ বার পঠিত