
বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচনে ‘মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি’ বিরোধীদের বিজয়: বিএনপির প্রতিবাদ
হোম পেজ » ময়মনসিংহ » ডাকসু নির্বাচনে ‘মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি’ বিরোধীদের বিজয়: বিএনপির প্রতিবাদসাগরকন্যা প্রতিবেদক, ময়মনসিংহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ‘মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি’ বিরোধীরা বিজয়ী হয়েছে। বিএনপি বলেছে, এটি আসলে বিজয় নয়, বরং ২৪ সালের ছাত্র-জনতার বিজয় কেড়ে নেওয়া হয়েছে।
বিকেলে ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তর জেলা মহিলা দলের আয়োজনে বর্ণাঢ্য রেলি ও জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে জামায়াত শিবিরকে বিজয়ী করার পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্র রয়েছে। শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবারও রাজনীতিতে সক্রিয় হতে চান। এজন্য বিএনপির সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬:৫১:৫২ ● ৯৯ বার পঠিত