মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে গৌরনদী উপজেলা মহিলা দল। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা উত্তর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হোসনেয়ারা বেবী।
প্রধান অতিথি ছিলেন জেলা উত্তর মহিলা দলের সহ-সভাপতি মোসা. লতা বেগম। এছাড়া উপজেলা মহিলা দলের নেত্রী মোসা. অজুফা বেগম, মোসা. রিয়া বেগম, আফরোজা বেগমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঢাকা-বরিশাল মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সময়: ১৭:৩০:২৯ ● ১৭১ বার পঠিত
