শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫
আমতলীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
হোম পেজ » বরগুনা » আমতলীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল গাফফার আকন ও তার পরিবারের বিরুদ্ধে একই ঘটনার জেরে একাধিক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। শনিবার তিনি আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে লিখিত অভিযোগে এ তথ্য জানান।
অভিযোগে জানা যায়, সোনাখালী গ্রামের সামসুল হক মৃধা ও তার স্বজন সাফিয়া বেগম সম্প্রতি ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে মামলা করেন। এর আগেও ২০১৯ সালে একই জমি নিয়ে দায়ের করা দুইটি মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়ে খারিজ হয়।
এবারও মামলায় গাফফার আকন, তার ভাই, বৃদ্ধ পিতা ও চাচাকে আসামি করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, গাফফার ও তার ভাই দীর্ঘদিন ঢাকায় ব্যবসা করছেন, জমি নিয়ে কোনো মারধরের ঘটনা ঘটেনি।
গাফফার আকন অভিযোগ করে বলেন, প্রতিহিংসার কারণে সাজানো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
অন্যদিকে, বাদী সামসুল হক মৃধা বলেন, জমির বাকি অংশ বুঝে না পাওয়ায় মামলা করেছেন। তবে তিনি স্বীকার করেন, মামলায় বর্ণিত ঘটনার কোনো সত্যতা নেই।
গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রনজিৎ কুমার সরকার জানান, আদালতের নির্দেশে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হয়।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১২:৫০ ● ১২৪ বার পঠিত
