
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
আমতলীতে ফুলগাছ কাটায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬
হোম পেজ » বরগুনা » আমতলীতে ফুলগাছ কাটায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
পুজার পারিজাত ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুই পরিবারের আহতদের অভিযোগ সংঘর্ষ চলাকালে এসিড নিক্ষেপ করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী পৌরসভার ওয়াবদা এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে।
জানাগেছে, আমতলী পৌর শহরের ৪ নং ওয়ার্ডের ওয়াবদা সড়কে একটি পুজার পারিজাত ফুল গাছ রয়েছে। ওই গাছ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ফুল ছিড়ে পুজা আর্চনা করতো। গৌতম কর্মকারের অভিযোগ ওই ফুল গাছ সঞ্জিব কুন্ডু, তাপস কুন্ডু ও তাদের লোকজন কেটে ফেলেছে। তার তাপস কুন্ডুর অভিযোগ ওই গাছ পৌরসভা কর্তৃপক্ষ কেটে ফেলেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে এ গাছ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ছয়জন আহত হয়েছে। আহত গৌতম কর্মকার, বিথি কর্মকার, দেবব্রত কর্মকার, বিভাস কর্মকার, শুভ কুন্ডু ও নরজিৎ কুন্ডুকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ উদ্দিন ভুইয়া বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ১৩:২০:৫২ ● ৮৮ বার পঠিত