বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
গলাচিপায় সাপের কামড়ে নারীর মৃত্যু
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় সাপের কামড়ে নারীর মৃত্যু![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পূর্ব বাদুরা গ্রামে সাপের কামড়ে কৃষ্ণা রানি অনিমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সকালে রান্নাঘরে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। পরে স্বামী স্বপন কুমার শীল দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। নিহতের স্বামী স্থানীয়ভাবে কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করেন। তাদের এক স্কুলপড়ুয়া কন্যা সন্তান রয়েছে।
হাসপাতালের কর্তব্যরত নার্স জানান, রোগীকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা ও এন্টিভেনম দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এসডি/এমআর
বাংলাদেশ সময়: ২১:৪০:০১ ● ২১০ বার পঠিত
