সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫

পবিপ্রবির ১৪কর্মকর্তার নিয়োগে অনিয়ম তদন্তে দুদক

হোম পেজ » পটুয়াখালী » পবিপ্রবির ১৪কর্মকর্তার নিয়োগে অনিয়ম তদন্তে দুদক
সোমবার ● ১ সেপ্টেম্বর ২০২৫


পবিপ্রবির ১৪কর্মকর্তার নিয়োগে অনিয়ম তদন্তে দুদক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১৪কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়োগ সংক্রান্ত সব নথি চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। আগামী ৪সেপ্টেম্বরের মধ্যে এসব কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
চিঠিতে নিয়োগ প্রক্রিয়ার প্রশাসনিক অনুমোদন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ছাড়পত্র, প্রার্থীর তালিকা ও নির্বাচনী কমিটির তথ্য জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
যেসব কর্মকর্তার নিয়োগের নথি চাওয়া হয়েছে তারা হলেন, ডেপুটি রেজিস্ট্রার তাজবির হোসেন, সহকারী রেজিস্ট্রার এ্যানি চক্রবর্তী, উপ-পরিচালক বেল্লাল হোসেন, সহকারী পরিচালক রাশেদুল করিম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তুহিন সিকদার, উপ-পরিচালক রাজিব মিয়া, প্রোকিউরমেন্ট অফিসার মশিউর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান ইলিয়াস হোসেন, ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান, সহকারী পরিচালক নাদিমুজ্জামান, ডকুমেন্টেশন অফিসার আঁখিনূর বেগম, সহকারী পরিচালক আবু সায়েম, টেকনিক্যাল অফিসার মাধবচন্দ্র দাস এবং উপ-পরিচালক (অডিট) মো. মনিরুজ্জামান খান।
দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমেদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, দুদকের চাওয়া নথি প্রস্তুত করা হচ্ছে। তবে অনেক তথ্য একসঙ্গে দেওয়ার কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:০১ ● ১০৭ বার পঠিত